ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাইয়ের শিলছড়ি ওয়াপদা এলাকায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুব আলম জানান, গতকাল(শনিবার) রাত ১১.৩০ মিনিটে শিলছড়ির ওয়াপদা কলোনির আবুল হোসেন এর কবুতর এর বাসাতে অজগর সাপটি ডুকে পড়ে। পরে তিনি আর স্হানীয় জনগন মিলে সাপটিকে ধরে শিলছড়ি বন বিভাগের রামপাহাড় বিট কর্মকর্তাকে সাপটি হস্তান্তর করেন। এদিকে আজ( রবিবার) সাপটিকে বন বিভাগের লোকজন কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেন।
উল্ল্যেখ যে, কাপ্তাইয়ের শিলছড়ি বালুচর এলাকায় প্রায়ই অজগর সাপ লোকালয়ে ডুকে গৃহপালিত পশুর ক্ষতিসাধন করছে বলে স্হানীয়রা জানান।