॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে বেসরকারী এ্যালায়েন্স হাসপাতালের এক কর্মীসহ নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি দুজনের মধ্যে একজন নানিয়ারচর উপজেলার ও অন্যজন কাউখালী উপজেলার। এ নিয়ে রাঙ্গামাটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৬জন।
শুক্রবার (২২ মে) মধ্যরাতে চট্টগ্রাম ভেটেনারি ও এ্যানিমেল সায়েন্স (সিভাসু) থেকে ৪৫ জনের রিপোর্টের মধ্যে ৩জনের ফলাফল পজিটিভ এবং বাকী ৪২ জনের নেগেটিভ আসে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল।
এনিয়ে রাঙ্গামাটিতে সর্বমোট ৪৬ জন করোনায় আক্রান্ত বলে তিনি জানান। তবে এদের মধ্যে ৪জন সুস্থ হয়ে ১৪দিনের হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত ৬ মে রাঙ্গামাটিতে সর্বপ্রথম ৪জন করোনায় আক্রান্ত হয়। এরপর গত ১২ মে ১জন, ১৩ মে ৯জন এবং ১৪ মে ১১জন এবং ১৬ মে আরো একজন নার্স করোনায় আক্রান্ত হন।
সর্বশেষ ১৯ মে চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে রাঙ্গামাটিতে নতুন করে আরো ১৭জন এবং ২২ মে ৩জন করোনা শনাক্ত হওয়ার খবর আসে।