রাঙ্গামাটিতে করোনা নতুন আরো ৩জন আক্রান্ত, এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে বেসরকারী এ্যালায়েন্স হাসপাতালের এক কর্মীসহ নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি দুজনের মধ্যে একজন নানিয়ারচর উপজেলার ও অন্যজন কাউখালী উপজেলার। এ নিয়ে রাঙ্গামাটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৬জন।
শুক্রবার (২২ মে) মধ্যরাতে চট্টগ্রাম ভেটেনারি ও এ্যানিমেল সায়েন্স (সিভাসু) থেকে ৪৫ জনের রিপোর্টের মধ্যে ৩জনের ফলাফল পজিটিভ এবং বাকী ৪২ জনের নেগেটিভ আসে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল।
এনিয়ে রাঙ্গামাটিতে সর্বমোট ৪৬ জন করোনায় আক্রান্ত বলে তিনি জানান। তবে এদের মধ্যে ৪জন সুস্থ হয়ে ১৪দিনের হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত ৬ মে রাঙ্গামাটিতে সর্বপ্রথম ৪জন করোনায় আক্রান্ত হয়। এরপর গত ১২ মে ১জন, ১৩ মে ৯জন এবং ১৪ মে ১১জন এবং ১৬ মে আরো একজন নার্স করোনায় আক্রান্ত হন।
সর্বশেষ ১৯ মে চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে রাঙ্গামাটিতে নতুন করে আরো ১৭জন এবং ২২ মে ৩জন করোনা শনাক্ত হওয়ার খবর আসে।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031