চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর এস.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ দুপুরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর নিকট এস এস সি পরীক্ষার ফলাফল এর একটি কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম,উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আবুল বাসার, উপসচিব মোহাম্মদ বেলাল হোসেন উপস্থিত ছিলেন। ফলাফলের কপি গ্রহণ করে মেয়র বলেন, শহরের নি¤œ ও মধ্য আয়ের সন্তানেরা চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে স্বল্প খরচে অধ্যয়ন করে। সেই তুলনায় এবারের ফলাফলটি সন্তুষ্টির দাবীদার। আশা করছি আগামীতে শিক্ষার্থীরা শতভাগ সফলতা অর্জন করবে।