চট্টগ্রাম ব্যুরো :: বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা বায়তুশ শরফ আদশ কামিল মাদরাসা শিক্ষক মিলনায়তনে আনজুমনে ইত্তেহাদের সহসভাপতি ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আহসান উল্লাহ (আহসান সাইয়্যেদ) এর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজাম উদ্দিন নদভী। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন বায়তুশ শরফের পীর আল্লামা আবদুল হাই নদভী, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের তরবিয়ত সম্পাদক ও মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী, সম্পাদক সংগঠন আলহাজ্ব ইদ্রিস মিয়া (চেয়ারম্যান), মারসা গ্রুপের চেয়ারম্যান ও শাহ আবদুল জব্বার (রহ:) এর কনিষ্ট জামাতা মর্তুজা ছিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম, অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক একরামুল হক আজাদ, আলহাজ্ব হাফেজ মুহাম্মদ আমান উল্লাহ, আলহাজ্ব সাইদুল ইসলাম বাবু, মুহাম্মদ নুর উদ্দিন, আলহাজ্ব আবুল কাশেম খান, মাওলানা কাজী শিহাব উদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ হারুন প্রমুখ।
সভার শুরুতে সদ্য প্রয়াত বায়তুশ শরফের পীর বাহরুল উলুম শাহ মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন (রহ), কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম ও আনজুমনে ইত্তেহাদের যুগ্ম সম্পাদক প্রকৌশলী আবু তাহেরের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়।
সভায় উপস্থিত কার্যনির্বাহী কমিটির এ বিশেষ সভায় আলহাজ্ব ইদ্রিস মিয়া সভাপতি হিসেবে বায়তুশ শরফের পীর আল্লামা আবদুল হাই নদভীর নাম প্রস্তাব করলে সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহিত হয়।
সভায় বায়তুশ শরফের বিভিন্ন বিষয়ে আরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। সাধারণ সভার তারিখও নির্ধারিত হয়।
শেষে প্রধান অতিথি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজাম উদ্দিন নদভী এমপি বলেন, বায়তুশ শরফের সাথে আমার আত্মার সম্পর্ক সেই শৈশব থেকে। বিশেষ করে মরহুম দুই পীর ছাহেবগনের অনেক ¯েœহ ও দোয়া পেয়েছি। আল্লামা আবদুল হাই নদভী পীর ছাহের হওয়ার পর আমি মুলতাকা আ আল নদভীয়া ম্যাসেজ দিয়েছি। সেখানে বর্তমান বিশ্বের অন্যতম ইসলামিক স্কলার আল্লামা সালমান নদভীসহ অনেকেই বায়তুশ শরফের পীর ছাহেবকে অভিনন্দন জানিয়েছেন। আল্লামা আবদুল হাই নদভী ছাহেব আল্লামা সালমান নদভী ও আল্লামা আবুল হাসান আলী নদভী (রহ) এর ¯েœহধন্য ছাত্র।
বায়তুশ শরফের পীর আল্লামা আবদুল হাই নদভী বায়তুশ শরফ দরবারের ভাবমুর্তি উজ্জল করার জন্য আনজুমনে ইত্তেহাদের সকল সদস্য, বায়তুশ শরফের লক্ষ লক্ষ ভক্ত অনুরক্তদের নিয়ে এগিয়ে যাওয়ার অভিমত ব্যক্ত করেন। তিনি দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন বিশেষ মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের পীর আল্লামা আবদুল হাই নদভী।