দীঘিনালায় দৃষ্টি প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা

সোহেল রনা প্রতিনিধি দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালায় দৃষ্টি এক মহিলাকে প্রতিবন্ধী কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ততারা। নিহত দৃষ্টি প্রতিবন্ধী মহিলার নাম মরিয়ম বেগম (৬০)। তিনি উপজেলার মেরুং ইউনিয়নের গ্রামের সোবহানপুর ২নং কলোনি মৃত সামসুদ্দীন স্ত্রী । ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। জানাযার, মেরুং ইউনিয়নের সোবহানপুর ২নং কলোনি গ্রামে নিজ ঘরে একাই থাকতেন দৃষ্টি প্রতিবন্ধী মরিয়ম বেগম।
শুক্রবার(০৫মে) সকালে যেকোন সময় একা পেয়ে কোপিয়ে হত্যা করে। এসময় ঘরের সুকেশ এর ড্রয়ার এবং গ্লাস ভাঙ্গা পাওয়া যায়। সুকেশের কাপড় চোপরও এলোমেলো দেখা যায়। শুক্রবার সকালে প্রতিবেশী লেবু মিয়ার ছেলে হানিফ মিয়া ঘরে গিয়ে দৃষ্টি প্রতিবন্ধী মরিয়ম বেগমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের জানান। এসময় তাঁকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। শরীরের কয়েক জায়গায় ছোপ ছোপ রক্তের দাগসহ ঘরের মেঝে রক্ত পড়ে থাকতে দেখা যায়। এব্যাপারে নিহত মরিয়ম বেগমের মেয়ে মাহফুজা বেগম (৪০) জানান, আমার মায়ের নিকট গ্রামের অনেকেই টাকা জমা রাখে। গত দু মাস আগেও একবার সুকেশ ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছিলো। মেয়ে জামাই রফিকুল ইসলাম জানান, আমরা পার্শ্ববর্তী গ্রামে থাকি। সকালে হত্যার খবর পেয়ে ঘটনাস্থল আসি। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ( ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

রাঙ্গামাটিতে আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদের সাংবাদিকতায় ৫৫ বছর পূর্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান : একজন গুণি ব্যক্তিকে যথাযথ সম্মাননা জানানো সবার দায়িত্ব ও কর্তব্য —মোহাম্মদ মোশারফ হোসেন খান সবার দোয়া আর আল্লাহর অশেষ রহমত না হলে ৫৫ বছর পুরণ করতে পারতাম না—এ কে এম মকছুদ আহমেদ

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930