নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামীকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান হিসেবে পদলীপূর্বক প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৬ফেব্রুয়ারির এক পরিপত্রে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেয়া হয়। খুব সহসাই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন। নুরুল আলম ১৯৯১ সালে বিসিএস (প্রশাসন, ১০ম ব্যাচ) ক্যাডার সার্ভিসে যোগদান করেন।এর আগে তিনি এনএসআই এর মাঠকর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের অফিসার হিসেবে কিছুসময় চাকরি করেন।প্রথমে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে যোগ দেন।এরপর তিনি চট্টগ্রাম, বান্দরবান ডিসি অফিসে একই পদে চাকরি করেন।বান্দরবান ডিসি অফিসে সিনিয়র অ্যাসিট্যান্ট কমিশনার, এনিডসি ও নির্বাহী অফিসার পদে দায়িত্বপালন করেন।অতঃপর তিনি মহেশখালী ও গোলাপগঞ্জের ইউএনও, চাঁদপুর ডিসি অফিসে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজারের এডিসি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা, চট্টগ্রাম নাবিককল্যাণ পরিদপ্তরের পরিচালক, বাংলাদেশ টি বোর্ডের সদস্য হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্বপালন করেন। এছাড়া তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলাপ্রশাসকের দায়িত্ব পালন করেন। নুরুল আলম ব্যতিক্রমধর্মী চরিত্রের অধিকারী।প্রগতিশীল চিন্তাচেতনা ধারণ করেন।প্রজাতন্ত্রের একজন একনিষ্ঠ সেবক। ঘুষ-দুর্নীতির বিপরীতে তাঁর শক্তিশালী অবস্থান।সাদামনের এ মাটির মানুষটি নিজ দায়িত্ব ও কর্তব্যপালনে নিবেদিতপ্রাণ।অত্যন্ত বিনয়ী ও পরিপূর্ণ একজন ভদ্রলোক তিনি। ব্যক্তিগতজীবনে নুরুল আলম দুই পুত্রসন্তানের জনক।তাঁর সহধর্মিনী সাঈদা কোরেশী একজন সুগৃহিনী। তাঁদের বড়ছেলে আহনাফ তাজওয়ার সাদাব ইস্টা ডেল্টা ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম সেমিস্টারে পড়াশোনা করছে। ছোটছেলে আজমাঈন তাসাওয়ার সাবাব চট্টগ্রাম শহরের ইউরোপিয়ান গ্রামার স্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্র। পেশাগতকারণে নুরুল আলম ভারত, চীন, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলংকাসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।