॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ গেল ২৪ঘন্টায় বান্দরবানে ৫জন করোনা রোগী সনাক্ত হয়েছে। সনাক্তদের মধ্যে ৪জনই বান্দরবান সদর উপজেলার বাসিন্দা, এদের মধ্যে বান্দরবান সদর উপজেলা ভূমি কর্মকর্তা রয়েছে। বাকী ১জন রুমা উপজেলার বাসিন্দা। বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এ পর্র্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭৬জন আর ১৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১ হাজার ৬৭জন জন ছিল তার মধ্যে ৯শত ৮৪ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১শত ১০জন ছিল এর মধ্যে ১শত ৩ জনকে ছাড় দেয়া হয়েছে। বান্দরবানের সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা জানান, এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ১হাজার ৫শত ৮জনের, তার মধ্যে রির্পোট মিলেছে ৯শত ৬৬ জনের,এদের মধ্যে ৭৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তিনি আরো জানান, জেলায় করোনার উপর্সগ নিয়ে একজনের মৃত্যু হয়েছে এবং তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া গেছে। এদিকে করোনা সংক্রমক প্রতিরোধে বান্দরবান সদর উপজেলা, পৌরসভা এলাকা ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষনা করে বুধবার দুপুর ১২টা থেকে এইসব এলাকায় লকডাউন জারি করছে প্রশাসন।