পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
করোনায় আক্রান্ত
বান্দরবানে গেল ২৪ ঘন্টায় ৮জন করোনা রোগী সনাক্ত : সর্বমোট আক্রান্ত ৪৫ জন

॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ বান্দরবানে গেল ২৪ ঘন্টায় ৮জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে বান্দরবান সদর উপজেলায় ৫জন ও রুমা উপজেলায় ৩জন রোগী পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি রয়েছে। এদিকে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে উন্নত চিকিৎসার জন্য আজ হেলিকপ্টার যোগে ঢাকার উদ্যোশে রওনা হয়েছে। বান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বান্দরবানে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৪৫জন আর ১৫জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানায় জেলায়, হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১ হাজার ৬১জন জন ছিল তার মধ্যে ৯শত ৩৮ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১শত ১০জন ছিল এর মধ্যে ৯০ জনকে ছাড় দেয়া হয়েছে। বান্দরবানের সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা জানান, এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ১হাজার ৪শত ৫১ জনের তার মধ্যে রির্পোট মিলেছে ৮শত ৯৭ জনের,এদের মধ্যে ৪৫ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তিনি আরো জানান, জেলায় করোনা নিয়ে এখনো কোন ব্যক্তির মৃত্যু হয়নি।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930