॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের গহীন অরণ্য মরা কয়লা নামক এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ ইউপিডিএফ সশস্ত্র চাঁদাবাজকে ২টি একনালা বন্দুক, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইলসহ আটক করা হয়েছে। নিরাপত্তাবাহিনী সুত্রে জানা যায়, গোপন সূত্রে মরা কয়লা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে শনিবার (১১ জুলাই) গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্ত্রসহ হাতে-নাতে তাদের আটক করতে সক্ষম হয়। আটককৃত ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসীরা হলো-(১) ইন্দ্রকুমার (সুমন চাকমা) চাকমা (৩০)। পিতা. আশিক কুমার চাকমা সাং: কালাপানি, রামগড়, খাগড়াছড়ি। (২) বিমল চাকমা (৩১), পিতা. মনোব কুমার চাকমা, কালাপানি, রামগড়, খাগড়াছড়ি। (৩) নিলংদন চাকমা (৩৫)। পিতা. করিকে চাকমা, কালাপানি, রামগড়, খাগড়াছড়ি। আটক ব্যক্তিদের নিকট থেকে একনালা বন্দুক ২ টি, চাঁদা আদায়ের রশিদ বই -৬টি, মোবাইল ৪টি, ইউপিডিএফ মূল দলের পতাকা-৯ টি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মানিকছড়ি সেনাক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে মানিকছড়ি থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নিরাপত্তাবাহিনী।