চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চ.বি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের স্বামী, বীর মুক্তিযোদ্ধা ও মেজর (অব.) মোঃ লতিফুল আলম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মোঃ লতিফুল আলম চৌধুরীর মুত্যুতে জাতি এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো। নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় স্বাক্ষর করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার মো. শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, মুক্তিযোদ্ধার সন্তান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক শাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য সচিব কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান প্রমুখ।