রাঙ্গামাটিতে শুরু হয়েছে পিসিআর ল্যাব স্থাপনের কাজ

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে শুরু হয়েছে পিসিআর ল্যাব স্থাপনের কাজ। করোনা কালে রাঙ্গামাটি দায়িত্ব প্রাপ্ত সচিব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর আন্তরিক প্রচেষ্ঠায় পিসিআর ল্যাব স্থাপনের অর্থ প্রদানের পর স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে পিসিআর ল্যাব স্থাপনের অনুমতি প্রদান করায় গতকাল থেকে রাঙ্গামাটি মেডিকেল কলেজের নিচ তলায় পিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু করা হয়েছে।
আজ থেকে পুরোদমে ল্যাব স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা করোনার ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল।
রাঙ্গামাটি জেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী পিসিআর ল্যাব স্থাপন কাজ শুরু হওয়ায় রাঙ্গামাটির জেলাবাসীর মাঝে রিপোর্ট নিয়ে দীর্ঘ সুত্রিতার সেই ধকল কেটে যাবে। এছাড়া রাঙ্গামাটি হাসপাতালকে সেন্ট্রাল অক্সিজেন সিষ্টাম স্থাপন কাজ শুরু হচ্ছে আগামী কিছু দিনের মধ্যে এমন তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের দায়িত্বশীল সুত্র।
অপরদিকে পার্বত্য অঞ্চলের করোনা রোগীদের জন্য আইসিইউ ব্যাড ও কিডনী রোগীদের জন্য ডায়ালাইসিস ইউটিন স্থাপন করা হলে রাঙ্গামাটি রোগীদের জন্য আর্শিবাদ বয়ে আনবে। রাঙ্গামাটি জেলাবাসী মনে করেন হয়তো আগামী দিন গুলোতে এই কাজ করে রাঙ্গামাটি জেলায় স্বাস্থ্য সেবার মান আরো বৃদ্ধি করা হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবেলায় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব স্থাপনের জন্য বসুন্ধরা গ্রুপের ৬৯ লক্ষ টাকার চেক রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার কাছে প্রদান করেন রাঙ্গামাটির দায়িত্বপ্রাপ্ত সচিব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
শুক্রবার (২৬ জুন) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা শুরুর পূর্বে রাঙ্গামাটি জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব পবন চৌধুরী রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার কাছে এই চেক হন্তান্তর করেন।
এসময় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি পুলিশ সুপার আলমগীর কবির, জেলা পরিষদ সদস্য ত্রিদ্বীপ কান্তি চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমাসহ বিভিন্ন সরকারী উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটিতে আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদের সাংবাদিকতায় ৫৫ বছর পূর্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান : একজন গুণি ব্যক্তিকে যথাযথ সম্মাননা জানানো সবার দায়িত্ব ও কর্তব্য —মোহাম্মদ মোশারফ হোসেন খান সবার দোয়া আর আল্লাহর অশেষ রহমত না হলে ৫৫ বছর পুরণ করতে পারতাম না—এ কে এম মকছুদ আহমেদ

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031