রাঙ্গুনিয়ায় চাকরীহারা কর্ণফুলী জুট মিল শ্রমিকদের পাশে তথ্যমন্ত্রীর এনএনকে ফাউন্ডেশন

রাঙ্গুনিয়া প্রতিনিধি ::  রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলি জুট মিল শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। রাঙ্গুনিয়াস্থ কর্ণফুলি জুট, ফোরাত ও ডেকোরেটিভ ডেভেলপমেন্ট (কেএফডি) এর পাঁচ শতাধিক শ্রমিক কর্মচারিদের মাঝে তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্টান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কর্ণফুলি জুট মিল গেইটে তথ্যমন্ত্রীর পক্ষে শ্রমিক কর্মচারিদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কর্মকর্তা মাষ্টার আবদুর রউফ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সহ দপ্তর সম্পাদক আবদুল হালিম, পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, নুরুল আবছার জসিম, সরফভাটা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আহসান হাবিব প্রমূখ এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা মাষ্টার আবদুর রউফ জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ি সারাদেশের মতো রাঙ্গুনিয়ার কর্ণফুলি জুটমিলসহ কেএফডি বন্ধ হয়ে যাওয়ায় চাকুরি হারা হয়েছেন শতশত শ্রমিক। সরকারের কাছ থেকে পাওনা বুঝে পেতে আরো সময় লাগবে তাদের। তাৎক্ষণিকভাবে এসব শ্রমিক-কর্মচারীদের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তিনি প্রাথমিক ভাবে পারিবারিক প্রতিষ্টান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারীর মাঝে খাদ্য  বিতরণ করেন। প্রতিটি প্যাকেটে চাল ডাল তেল চিনি পেঁয়াজসহ ১২ কেজি নানা খাদ্য সামগ্রী রয়েছে। তিনি বলেন, করোনা ভাইরাসের শুরু থেকে রাঙ্গুনিয়ার প্রতিটি গ্রামে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে তথ্যমন্ত্রী খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। সেই ধারাবাহিকতায় কর্মহারা জুট মিল শ্রমিকদের মাঝেও বিতরণ করা হচ্ছে। রাঙ্গুনিয়ার কর্মহীন মানুষের মাঝে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে তথ্যমন্ত্রীর মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি ৷

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031