পার্বত্য অঞ্চলে গত ১৮ মাসে বিবদমান দুই গ্রুপের মধ্যে ৪২জন নিহত, গ্রামে বসবাসরতরা আতংকে

॥ মোহাম্মদ আবু তৈয়ব, খাগড়াছড়ি ॥ পার্বত্য অঞ্চলে শান্তি স্থিতিশীল পরিবেশ বজায় রাখার সার্থে আইন শৃংখলা বাহীনি কাজ করছে। শান্তিচুক্তি স্বাক্ষরকারী পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন জ্যোতিপ্রিয় বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে ৪২জন খুন হয়েছে। মোট ২৪টি হত্যাকান্ডের ঘটনায় তারা এই ৪২জনকে নির্মমভাবে হত্যা করেছে।
আর পার্বত্য অঞ্চলে শান্তি স্থিতিশীল পরিবেশ বজায় রাখার সার্থে আইন শৃংখলা বাহিনী নিরলস ভাবে কাজ করছে। পাহাড়ে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য প্রতিনিয়ত তারা মতবিনিময় সভাসহ এলাকায় বসবাসরত মানুষদের শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার কথা বলছেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষণা সংস্থা সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন (সিএইচটিআরএফ) কর্তৃক প্রণীত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গবেষণায় দেখা গেছে, বিগত দেড় বছরে জেএসএস (মূলের) সশস্ত্র সন্ত্রাসীদের হাতে খাগড়াছড়ি ও বান্দরবানে ১৫জন করে এবং রাঙ্গামাটিতে ১২জন নিহত হয়েছে। নিহত ৪২ জনের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করে দেখা গেছে, এসব হত্যাকান্ডে শাসক দল আওয়ামীলীগের ৯জন, ৮জন নির্বাচন সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী ব্যক্তি, ১৪জন জেএসএস (সংস্কারপন্থী গ্রুপ), এমএনপি ৫ জন, জেএসএস মূলের অভ্যন্তরীন কোন্দলে ১জন এবং ৪জন সাধারণ উপজাতি।
সিএইচটিআরএফের গবেষণায় আরো দেখা গেছে, খাগড়াছড়িতে নিহত ১৫ জনের মধ্যে জেএসএস সংস্কারপন্থী ৭জন এবং নির্বাচন সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী ব্যক্তি ৮জন। বান্দরবানে নিহত ১৫ জনের মধ্যে আওয়ামীলীগ ৪জন, জেএসএস সংস্কারপন্থী ৬জন, এমএনপি ২জন ও ৩জন সাধারণ উপজাতি। রাঙ্গামাটিতে নিহত ১২ জনের মধ্যে আওয়ামীলীগ ৫জন, ১জন জেএসএস সংস্কারপন্থী, ৩জন এমএনপি, ১জন ইউপিডিএফ (গণতান্ত্রিক), জেএসএস (মূল) ১জন এবং ১জন সাধারণ উপজাতি।
বর্তমানে পার্বত্য অঞ্চলে জেএসএস সংস্কার এবং বিবদমান আরেকটি গ্রুপ দুই পক্ষের রেশারেশিতে তিন পার্বত্য অঞ্চলে হত্যা, গুম ও অপহরণ বেড়েই চলেছে। এ নিয়ে পার্বত্য অঞ্চলে বসবাসরতরা আতংকে দিন অতিবাহিত করছে। কেউ কেউ এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছেন।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930