ভারত-বাংলাদেশ সীমান্তে ৩০ টি অত্যাধুনিক একে-৪৭ অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ সহ ৩ জন আটক

॥ জগৎ দাশ ॥ ভারত-বাংলাদেশ সীমান্তে ৩০ টি অত্যাধুনিক একে-৪৭ অস্ত্র ও ৮ হাজার গোলাবারুদ সহ ৩ জন কে আটক করেছে বর্ডার সিকোরিটি ফোর্স( বিএসএফ) ২৯ সেপ্টেম্বর সোমবার সকালে এই ভয়ানক অস্ত্রের চালান আটক করা হয়েছে বলে বিএসএফের বরাত দিয়ে দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ বাংলাদেশের ত্রিপুরা-মিজোরাম আন্তর্জাতিক সীমান্ত থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে এ বছর সবচেয়ে বড় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বলে জানায়। তাদের দাবী এসব অস্ত্রের গন্তব্য ছিলো বাংলাদেশের পাহাড়ী আঞ্চলিক সস্ত্র সন্ত্রাসী গোষ্ঠি গুলো। এর আগেও বহুবার পাহাড়ের আঞ্চলিক দলের অস্ত্রের চালান আটক করে বিএসএফ। বিএসএফ আজ প্রকাশিত এক বিবৃতিতে জানায়, এই তিন ব্যক্তি আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানের র‌্যাকেটের অংশ বলে সন্দেহ করা হচ্ছে। বিএসএফ তার গোয়েন্দা শাখার মিজোরামের ফুলদুঙ্গসেয় অঞ্চলে বড় অস্ত্র পাচারের বিষয়ে একটি নির্দিষ্ট তথ্য নিয়ে অভিযান পরিচালনা করে এইসব অস্ত্র জদ্ব করেছে – বাংলাদেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমানা থেকে মাত্র ১৫ কিলোমিটার দুরে এই অস্ত্রের চালন আটক হলো। ত্রিপুরা-মিজোরাম সীমান্তের ফুলডুংগেসি ত্রিপুরার শেষ গ্রামে মিজোরামের নম্বর প্লেট বহনকারী দুটি গাড়ি আটক করে তল্লাশির মাধ্যমে ৩ যুবক ও এসব অস্ত্র গোলাবারুদ আটক করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পাহাড়ের এক নেতার দাবী এসব অস্ত্র বাংলাদেশের সীমান্ত পথ হয়ে পাহাড়ের আঞ্চলিক সস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিত) দলের হাতে পৌছার কথা ছিলো।

রাঙ্গামাটি জেলা প্রশাসককে বদলিজনিত ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাঙ্গামাটি প্রেস ক্লাব কর্মময় জীবনে জেলাবাসীর পাশাপাশি সাংবাদিকরাও অনেক সাহায্য করেছেন —–মোহাম্মদ মোশাররফ হোসেন খান জেলা প্রশাসক হিসেবে তিনি বিভিন্ন ধরনের সমস্যা শক্তহাতে সমাধান করেছেন —-এ কে এম মকছুদ আহমেদ

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930