বান্দরবানের থানচির দূর্গম নাফাখুমে পর্যটকের যাতায়াত বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল হক মৃদুল।
মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর দেড়টায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।
তিনি জানান, গত ৩ অক্টোবর বান্দরবানের থানচি উপজেলার দূর্গম নাফাখুম ঝরনায় গোসল করতে গিয়ে ঢাকার পর্যটক মারা যায়। এর পর থেকে নাফাখুমে পর্যটক যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও থানচির দূর্গম এলাকায় প্রচুর বৃষ্টি, নদীতে পানি বৃদ্ধি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর
আগমনকে কেন্দ্র করে পর্যটক যাতায়াত বন্ধ করা হয়েছে।
তবে পর্যটকরা চাইলে থানচির রেমাক্রি পর্যন্ত বেড়াতে পারবেন বলে জানান ইউএনও।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সকালে ঢাকার উত্তরার জাকারুল ইসলাম কানন নামে এক পর্যটক অপর দুই জন পর্যটককে রেমাক্রি খাল থেকে উদ্ধার করতে গিয়ে খালে নিখোঁজ হন। পরের দিন তার লাশ উদ্ধার করে বিজিবি ও পুলিশ।