চসিক মেয়র রেজাউল করিম কোভিড-১৯ প্রতিষেধক টিকা নিলেন

চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী আজ মঙ্গলবার বেলা ১ টায় চসিক পরিচালিত মেমন জেনারেল হাসপাতালে কোভিড-১৯ প্রতিষেধক টিকা গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ফজলে রাব্বি, কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিনা চৌধুরী, ডা. ইমাম হোসেন, ডা. দীপা ত্রিপুরা প্রমুখ। টিকা গ্রহন শেষে মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেন, কোভিড-১৯ মোকাবেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন সমন্বিত উদ্যোগে সাফল্যের সাথে পরিস্থিতি সামাল দিয়েছে। একই ভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ টি ওয়ার্ডে কোভিড-১৯ প্রতিষেধক টিকা প্রদানের প্রাথমিক লক্ষ্যমাত্রা ইতোমধ্যেই পূরণ করেছে এবং চূড়ান্ত সফলতা অর্জন প্রচেষ্টা চলমান করেছে। তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, কোভিড-১৯ প্রতিষেধক টিকা গ্রহনের ব্যাপারে বিশেষ মহল উদ্দেশ্য প্রনোদিত ভাবে মিথ্যাচার ও গুঞ্জন ছড়াচ্ছে। যার কোন ভিত্তি নেই। তিনি নগরবাসীর টিকা গ্রহণের রেজিস্ট্রেশন ভূক্ত হবার আহ্বান জানিয়ে বলেন, এজন্য আমরা সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। এতে হেলা-ফেলা করার কোন অবকাশ নেই। যারা টিকা গ্রহণ করেছেন তাদেরকে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে এবং নিজের ও অন্যের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরন চলমান রাখতে হবে।

রাঙ্গামাটি জেলা প্রশাসককে বদলিজনিত ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাঙ্গামাটি প্রেস ক্লাব কর্মময় জীবনে জেলাবাসীর পাশাপাশি সাংবাদিকরাও অনেক সাহায্য করেছেন —–মোহাম্মদ মোশাররফ হোসেন খান জেলা প্রশাসক হিসেবে তিনি বিভিন্ন ধরনের সমস্যা শক্তহাতে সমাধান করেছেন —-এ কে এম মকছুদ আহমেদ

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031