॥ বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি নির্বাচিত হয়েছে আমিনুল ইসলাম বাচ্চু আর সাধারণ সম্পাদক হয়েছেন মিনারুল হক। নতুন কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছে মুছা ফারুকী, সহ-সভাপতি পদে নাছিরুল আলম আর যুগ্ন সম্পাদক পদে সাদেক হোসেন চৌধুরী।
এদিকে সোমবার (৩০ মে) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে সদর উপজেলা নির্বাচন অফিসার পরান্টু চাকমা নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে বিজয়ীদের নাম ঘোষনা করেন।
এসময় সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথেন চাকমা, নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সদস্য ফরিদুল আলম সুমন, আবুল বশর সিদ্দিকী, কৌশিক দাশ, সৌকত দাশ, মংটিং মার্মা, উজ্বল তঞ্চঙ্গ্যা, এন এ জাকির, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।