॥ বান্দরবান প্রকিনিধি ॥ জাতীয় গণমাধ ্যম ইন্স টি টিউট এর আয়োজনে বান্দরবানে শিশু ও নারী উন্নয় ণে সচেতনতামূলক যোগা যোগ কার্যক্রম প্রকল্প (৫ম পর্যায়) আওতায় ৩দিনব ্যাপী প্রশিক্ষণ কর্মশালার ২য় দিনে ক্ষেত্র অনুশীলনের সাথে জীবনের জন্য তথ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে ) সকা লে বান্দরবান প্রেসক্লা বের হল রুমে ২য় দিনের প্রশিক্ষণ কর্মশালায় অনু ষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় গণমাধ ্যম ইন স্ট্রি টিউট এর পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) ও সহকারি প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম, উপপরিচালক (প্রশাসন) মোঃ সোহেল রানা, সহকারী পরিচালক (বেতার প্রকৌ. প্রশি) মোঃ নাফিস আহম্মেদ, জাতীয় গণমাধ ্যম ইন্স টি টিউট এর উপ-পরিচালক (চলচ্চিত্র) মো.সোহেল পারভেজ, জনসংযোগ কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, বান্দরবান প্রেসক্লা বের সভাপ তি ম নিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এসময় ২য় দিনের প্রশিক্ষণ কর্মশালায় শিশু ও নারীর উন্নয়ন, শিশু ও নারীর স্বাস্থ্য এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষকেরা।
৩দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বান্দরবানের ২৩জন সাংবাদিক অংশগ্রহণ করছে আর আগামী ১৪ মে এই প্রশিক্ষণ কর্মশালার শেষ হবে।