॥ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ নম্বর সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বড়বিল, বেতবুনিয়া বাজার, তুমব্রু বাজার, বাইশফাঁড়ী ও রেজু পাড়া, ফাত্রাঝির এলাকায় গণসংযোগসহ পথসভায় যোগ দেন ৬ষ্ঠ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। এসময় তিনি, পাহাড়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি পুনরায় নৌকা প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করতে ঘুমধুম ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, যদি আগামীতে কাজ করার সুযোগ পায়, সরকারের দেয়া সকল সুযোগ সুবিধা নিয়ে এই এলাকায় আন্তরিকভাবে উন্নয়ন কর্মযজ্ঞ অব্যাহত রাখা হবে।
ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা খাইরুল বশর চেয়ারম্যান, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা জাহেদ আলম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানি, সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ আলী হোসাইন, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি খালেদ সরওয়ার হারেজ, ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর, সাধারণ সম্পাদক নুর হোসেন শিকদার, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছৈয়দ আলম প্রমুখসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।