॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেছেন, কারো উস্কানিতে সাম্প্রদায়িক-সম্প্রীতি নষ্ট করা যাবেনা। নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। বিশেষ কোন গোষ্ঠীকে পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরীর সুযোগ দেয়া যাবেনা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্যোশাল মিডিয়ার গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আ রো বলেন, আপনা দের দীর্ঘদিনের অ নেক প্রত্যাশা রয়ে ছে, সমস্যা র য়ে ছে। পর্যায়ক্রমে তা সমাধানে করা হ বে ব লে আশ্বাস দেন তি নি। সভায় মাটিরাঙ্গার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী শাহেনা আক্তার।
মাটিরাঙ্গার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত সম্প্রীতি সমাবেশে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নাছির আহম্মেদ চৌধুরী ও মো. তাজুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য মনিন্দ্র কিশোর ত্রিপুরা, ব্যাবসায়ী নেতা জিয়াউর রহমান, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাও. হারুনুর রশীদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মীর ফয়েজুল্লাহ, মাটিরাঙ্গা কেন্দ্রীয় কালি মন্দিরের পুরোহিত মৃদুল চক্রবর্তী, হেডম্যান জয়া ত্রিপুরা, কার্বারী নেতা মনো বিকাশ ত্রিপুরা ও মারমা নেতা অংসা মারমা প্রমুখ বক্তব্য রাখেন।
সম্প্রীতি সমাবেশে বক্তারা সাম্প্রতিক ঘটনাকে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি উল্লেখ করে বলেন, একটি বিশেষ মহল শান্ত পাহাড়কে অশান্ত করতে ষড়যন্ত্র করছে। তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করার আহবান জানান বক্তারা।
গেল বুধবার খাগড়াছড়ি সদ রে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় পাহাড়িরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসত বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় শতাধিক দোকানপাট ও বসতবাড়ি। এ তে খাগড়াছ ড়ি ও পার্শ্বব র্তি জেলা রাঙ্গামা টি তে সাম্প্রদা য়িক সহিংসা ছ ড়ি প ড়ে। এ ঘটনায় খাগড়াছ ড়িতে আরো তিন ও রাঙ্গামা টি তে এক পাহাড়ী যুবক নিহত হয়।