॥ ডেস্ক রিপোর্ট ॥ রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায? ১৯৯ মিলিয?ন ডলারের নতুন সহায?তা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক ইভেন্টে এই সহায়তার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারবিষয?ক আন্ডার সেক্রেটারি আজরা জেয?া। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে উল্লেখ করা হয়, রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের আতিথেয?তাকারী সম্প্রদায?ের জন্য প্রায? ১৯৯ মিলিয?ন ডলারের নতুন সহায?তার ঘোষণা দিয়েছেন আজরা জেয়া। এই তহবিলের মধ্যে রয?েছে ডিপার্টমেন্ট অব স্টেটের ব্যুরো অব পপুলেশন, রিফিউজিস এবং মাইগ্রেশন থেকে ৭০ মিলিয়ন এবং ইউএসএআইডি থেকে ১২৯ মিলিয?ন ডলারেরও বেশি। এই মার্কিন সহায?তা রোহিঙ্গাদের জীবন রক্ষা করবে এবং সহিংসতা ও নিপীড?ন থেকে পালাতে বাধ্য হওয?া ব্যক্তিদের সুরক্ষা, আশ্রয? ও অন্ন জোগাতে সহায?তা করবে।
মার্কিন সরকার ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য ২ দশমিক ৫ বিলিয?ন ডলারেরও বেশি সহায়তা প্রদান করেছে, যার মধ্যে বাংলাদেশে ২ দশমিক ১ বিলিয?ন ডলারের বেশি রয?েছে। বাংলাদেশ এবং এই অঞ্চলের সংকট-পীড?িত জনগোষ্ঠীকে সহায?তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্র অন্যান্য দাতাদেরকে তাদের সহায?তা অব্যাহত রাখার আহ্বান জানিয?েছে।