দারুল আরকাম প্রকল্পের মাধ্যমে উন্নত জাতি গঠনে কাজ করছে ইসলামিক ফাউন্ডেশন ——বোরহান উদ্দিন উন্নয়নমূখী পার্বত্য চট্টগ্রাম গড়তে হলে প্রশিক্ষণের প্রকৃত জ্ঞানকে কাজে লাগাতে হবে —-এ কে এম মকছুদ আহমেদ প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবেন ——মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী

॥ নিজস্ব প্রতিবেদক ॥ দারুল আরকাম প্রকল্পের মাধ্যমে উন্নত জাতি গঠনে কাজ করছে ইসলামিক ফাউন্ডেশন বলে মন্তব্য করেছেন ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান। তিনি বলেন, ইসলামিক মূল্যবোধ, তাহজিব তামাদ্দুন ও উন্নত চরিত্র গঠনে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন এই দপ্তরটি। সোমবার (৪ নভেম্বর) সকালে ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের নিয়ে রাঙ্গামাটিতে ৩দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটির উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও ফিল্ড অফিসার আলী আহসান ভূইয়ার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ, ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার হাফেক বকতিয়ার উদ্দিনসহ দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান আরো বলেন, আগামী ডিসেম্বরে দারুন আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন প্রকল্পটির মেয়াদ শেষ হতে চলেছে। দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা এবং শিশু ও গণশিক্ষা প্রকল্প ২টি সংশ্লিষ্ট দপ্তরে সাবমিট করা হয়েছে। দ্রুত সময়ে এই প্রকল্প ২টি পাশ করতে আমরা ধর্ম উপদেষ্টার সাথে কথা বলেছি। ইনশাআল্লাহ দ্রুতই এই প্রকল্প পাশ হবে।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। এই পেশায় জড়িত থাকতে পারলে সে ভাগ্যবান। আপনারা আপনাদের জায়গা থেকে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও সম্প্রীতি নিয়ে কাজ করবেন। উন্নয়নমূখী পার্বত্য চট্টগ্রাম গড়তে হলে প্রশিক্ষণের প্রকৃত জ্ঞানকে কাজে লাগাতে হবে। এতে করে এলাকার সবাই আপনাদের মাধ্যমে উপকৃত হবে।
সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটির উপ-পরিচালক ইকবাল বাহার বলেন, রিফেসার্স প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবেন। আমরা চেষ্টা করেছি অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা আপনাদেরকে উন্নত মানের প্রশিক্ষণ দিতে। আশাকরি এই প্রশিক্ষণ থেকে নিজেকে আরো যাচাই করার সুযোগ পেয়েছেন।
সমাপনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়ার করেন, কাপ্তাই আফসারের টিলা দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক হাফেজ ফখরুল ইসলাম।
এতে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে প্রকল্প নিয়ে বক্তব্য দেন, বাঘাইছড়ির বাঘাইহাট দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক হাফেজ রাশেদুল ইসলাম এবং প্রশিক্ষণ বিষয়ে কথা বলেন, একই উপজেলার উগলছড়ি দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক মাওলানা সানাউল্লাহ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন, শহরের শরিয়তপুর দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ সেকেন্দার আলী আল কাদেরী।
উল্লেখ্য, গত ২রা নভেম্বর জেলায় কর্মরত ২০জন দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

রাঙ্গামাটি জেলা প্রশাসককে বদলিজনিত ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাঙ্গামাটি প্রেস ক্লাব কর্মময় জীবনে জেলাবাসীর পাশাপাশি সাংবাদিকরাও অনেক সাহায্য করেছেন —–মোহাম্মদ মোশাররফ হোসেন খান জেলা প্রশাসক হিসেবে তিনি বিভিন্ন ধরনের সমস্যা শক্তহাতে সমাধান করেছেন —-এ কে এম মকছুদ আহমেদ

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30