॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশে ১৭ জন চাকরি পেয়েছেন। বুধবার (২০ নভেম্বর) সকালে রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এ তথ্য জানান। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন জানান, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ায় রাঙ্গামাটি পার্বত্য জেলা হতে ১৪ জন পুরুষ এবং ৩ জন নারী প্রার্থী পুলিশ লাইন্সে টিআরসি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ১৭ জন প্রার্থী প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছেন।
রাঙ্গামাটি সুখীনীলগঞ্জস্থ নিউ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় ৬৪৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১২৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ নেয়।
লিখিত পরীক্ষায় কৃতকার্য হওয়া ৩১ জন প্রার্থীর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৭ জন প্রার্থীকে প্রাথমিক ভাবে মনোনীত করা হয়েছে বলে তিনি জানান ।