॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের বিভিন্ন পেশাজীবি প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সন্ধ্যায় সভাটি শুরু হয়ে চলে রাত আটটা পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহম্মেদ, কমিশনের সদস্য প্রফেসর ড. ফেরদৌস আরফিনা ওসমান, আবদুর রহমান, ড. মাহফুজ কবীর, মাশহুদা খাতুন শেফালী, অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাষীশ রায় সহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
মতবিনিময় সভা শেষে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহম্মেদ জানান, পার্বত্য জেলা পরিষদগুলো অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান। ১৯৮৯ এর পর থেকে দীর্ঘ সময় পরিষদগুলোর কোন নির্বাচন হয়নি। এভাবে চলতে থাকতে প্রতিষ্ঠাগুলো বৈধতা হারাবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ড. তোফায়েল আহম্মেদ আরও বলেন, আলাদা ভোটার তালিকা নিয়ে সকলে ঐক্যমতে পৌছালে তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন সম্ভব। তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না করা পক্ষে সবার মতামত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে পক্ষে মত দিয়েছেন। বিষয়গুলো গুরুত্ব বিবেচনা করে কমিশনে জমা দেয়া হবে।