প্রিয় শহর (কুমিল্লা )
এম আর ফারজানা
ফেলে এসেছি সেই ধুলো উড়া পথ
বন্ধুর সাথে খুনসুটি ভুলে যাওয়া শপথ ।
আবছায়া পিছুটান আজও আমায় ডাকে
গোমতির পাড়ের সেই মোহনার বাঁকে।
হুটখোলা রিক্সায় ঝুম বৃষ্টিতে ভেজা
আনমনে চুপিসারে বন্ধুকে খোঁজা ।
ধর্মসাগর পাড়ে কত লোকচুরি খেলা
মান অভিমানে ভাসিয়েছি ভেলা।
ভিক্টোরিয়া কলেজের ক্যান্টিনে গিয়ে
বাকী খেয়ে ফাঁকি দিয়ে বন্ধুকে নিয়ে,
মাতাল পাগল করা সেই দিনগুলো
কখন কেমন করে কোথায় হারালো।
নাচ, গান আসরের শিল্পকলায়
কেটেছে কত বিকেল তুমুল আড্ডায়।
জানিনা বন্ধুরা আজ কে কোথায় আছে
রয়ে গেছে বহু ঋণ প্রিয় শহরের কাছে।
– ————-
(কবিতাটা আমার “নারী ও স্বদেশ” বইয়ে প্রকাশিত)।