॥ খাগড়াছড়ি সংবাদদাতা ॥ রাতের অন্ধকারে সরকার বিরোধী বিভিন্ন পোস্টার লাগানোর সময় দুই ইউপিডিএফ কর্মীকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। গতকাল শানিবার ভোর চারটার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, খাগড়াছড়ির মাটিরাঙ্গার আযমরায় পাড়ার কাইন্নারাম চাকমার ছেলে শান্তিজয় চাকমা (২৫) ও শিসকবাড়ি এলাকার বিরেন কুমার চাকমার ছেলে ধন কুমার চাকমা (১৭)।
এসময় তাদের কাছ থেকে সরকার ও সেনা বিরোধী পোস্টার উদ্ধার করা হয়। তারা নিজেদেরকে চুক্তিবিরোধী ইউপিডিএফের কর্মী দাবি করেছে বলেও নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে।
কতিপয় ইউপিডিএফ কর্মী মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে সরকার ও সেনা বিরোধী পোস্টার লাগাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম হোসাইনের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপজেলা পরিষদের সামনে থেকে তাদেরকে আটক করে।
সরকার বিরোধী প্রচারনার অভিযোগে আটক দুই ইউপিডিএফ কর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে মাটিরাঙ্গা থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে বলেও নিরাপত্তাবাহিনী সূত্র নিশ্চিত করেছে।
