সফলভাবে অনুষ্ঠিত হল “গাউছুল আজম বাবাজান বাবা ভাণ্ডারী (ক.)” কিবলা ক্বাবার মহান খোশরোজ শরীফ-২৯ আশ্বিন এবং “গাউসুল ওয়ারা,গাউছে জমান, নুরে রহমান, দয়াল হাদী বাবাজান (ক.) কিবলা ক্বাবার ৪৬ তম বার্ষিক ওরশ শরীফ-২৮ আশ্বিন স্মরণে; জিকরে গাউছুল আ’জম মাইজভাণ্ডারী সেমিনার । উক্ত সেমিনারে নূরানী পদধূলা দিয়ে ধণ্য করেছেন-আমাদের মহান মুর্শিদে কিবলা, আওলাদে রাসুল (দ.), হাদীয়ে জমান, রাহবারে কায়েনাত, আলহাজ্ব হজরত মাওলানা শাহসুফী সৈয়দ মঈনুল কবির (ম.) আল হাসানী,ওয়াল হোসাইনী,মাইজভাণ্ডারী কিবলা । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন – সুদূর কানাডা থেকে আগত স্কলার, ইসলামিক ফোরাম অব কানাডা’র প্রেসিডেন্ট, শায়খ ফয়সাল হামীদ আবদুর রাজ্জাক । আরো উপস্থিত ছিলেন-বিশিষ্ট সাংবাদিক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সি.ইউ.জে.)’র সাধারণ সম্পাদক,জনাব মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন- পি.এইচ.পি.ফ্যামিলি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান-আলহাজ্ব সুফী মুহাম্মদ মিজানুর রহমান। এতে বিশিষ্ট সুফী ব্যক্তিবর্গ,ওলামায়ে কেরাম,স্বনামধন্য অধ্যাপক,লিখক,রাজনীতিবিদ ও সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
