খালেদা জিয়াকে ফের নেওয়া হচ্ছে বিএসএমএমইউতে

বিএনপি চেয়ারপারসনকে রোববারই কারাগার থেকে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন।

শনিবার খালেদার ব্যক্তিগত চিকিৎসকরা দেখে এসে বলেছিলেন, গত ৫ জুন বিএনপি চেয়ারপারসনের ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছিল বলে তারা ধারণা করছেন। সেই কারণে তিনি পড়ে গিয়েছিলেন।

৭৩ বছর বয়সী দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি জানিয়ে আসছে বিএনপি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদার শারীরিক অবস্থার বিষয়ে সরকার ‘কনসার্ন’ জানিয়ে আইনমন্ত্রী বলেন, “যেসব পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হয় যে মাইল্ড স্টোক হয়েছে কি না, সে ব্যাপারে আজ তাকে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হবে বলে আমাকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।”

তবে রোববার কখন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি আইনমন্ত্রী।

খালেদাকে কখন নেওয়া হবে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “আমরা দুপুরের নেওয়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু ঠিক কখন খালেদা জিয়াকে পরীক্ষার জন্য নেওয়া হবে, তা আইজি প্রিজন্স নির্ধারণ করবেন।”

খালেদার ব্যক্তিগত চিকিৎসকরা ইউনাইটেড হাসপাতালে নেওয়ার সুপারিশ করলেও বিএসএমএমইউতে নেওয়ার কারণ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখানে বড়-বড় চিকিৎসক ও গবেষকরা রয়েছেন। আর উনার ব্যক্তিগত চিকিৎসকেরা তো রয়েছেনই, সুতরাং এখানেই চিকিৎসা হবে।”

এরপর অন্য কোনো সিদ্ধান্ত নিতে হলে তা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হবে জানিয়ে তিনি বলেন, “খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার শতভাগ আন্তরিক।”

চার মাস ধরে কারাবন্দি খালেদাকে এর আগে এপ্রিলের শুরুতে এক্স রে করাতে বিএসএমএমইউতে নেওয়া হয়েছিল। ওই দিনই তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফেরত নেওয়া হয়।

এক্স রে করাতে গত এপ্রিলে বিএসএমএমইউতে নেওয়া হয় খালেদা জিয়াকে (ফাইল ছবি)

পরিত্যক্ত ওই কারাগারে একমাত্র বন্দি হিসেবে রয়েছেন দুর্নীতির মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত খালেদা।

খালেদার পড়ে যাওয়ার বিষয়ে আনিসুল হক বলেন, “তিনি (খালেদা) রোজা রেখেছিলেন, রোজা রাখার পরে বিকাল ৩টা-সাড়ে ৩টার দিকে একটু হেলে পড়ে যাচ্ছিলেন, তখন তাকে যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, ওখানে যে লোক আছে ফাতেমা, সে তাকে ধরে ফেলে এবং তাৎক্ষণিক জেলের ডাক্তাররা তাকে দেখেন।

“তিনি যেহেতু রোজা রেখেছিলেন, তার সুগার লেভেল কমে গিয়েছিল বলে তারা (চিকিৎসক) জানান এবং একটা চকলেট খাওয়ার পরে তা রিভাইভ করে।”

কারাগারে কেউ অসুস্থ হলে কারাবিধি অনুযায়ী তার যে চিকিৎসা প্রয়োজন, সরকার তা নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেন আইনমন্ত্রী।

বিএনপির অভিযোগ, খালেদার জিয়ার চিকিৎসা নিয়ে সরকার উদাসীন। সেই কারণে তার অবস্থার অবনতি ঘটছে।

সচিবালয়ে রোববার কয়েকজন জেলা জজের গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আনিসুল হক।

রোববার পাঁচজন জেলা জজের জন্য পাঁচটি প্রাইভেটকার এবং একটি জেলা জজ আদালতের জন্য একটি মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন আইনমন্ত্রী।

জেলা জজদের নিরবচ্ছিন্নভাবে যাতায়াতের জন্য পর্যায়ক্রমে গাড়ি দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত জেলা জজদের গাড়ি দেওয়ার সিদ্ধান্তও হয়েছি, শিগগিরই তাদের গাড়ি দেওয়া হবে।

 

সচিবালয়ে জেলা জজদের গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক

এক প্রশ্নের জবাবে আনিসুল জানান, কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধুর খনি নূর চৌধুরীকে ফেরত আনতে আলাপ-আলোচনা হবে।

“আমরা চেষ্টা চালিয়ে যাব এবং ইনশাল্লাহ আমরা (নূর চৌধুরীকে) নিয়ে আসব।”

জি সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কানাডা সফরে আছেন।

চলমান মাদক বিরোধী অভিযান নিয়ে এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, “আমার মনে হয়, যদি এমন কোনো প্রশ্ন না উঠে এখানে কোনো আইনের ব্যত্যয় হয়েছে, তাহলে এটা মেনে নেওয়া উচিত যে বন্দুকযুদ্ধই হয়েছে।

“আর আইনের ব্যত্যয় যদি হয়, যদি কেউ এ রকম অভিযোগ করে, যদি কেউ অভিযোগ করার পরে প্রাথমিকভাবে সে রকম তথ্য দিতে পারে, তাহলে আমরা খতিয়ে দেখব।”

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031