দ্বিতীয় দিনেও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রামের ৭৪ জন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে অংশ নিতে দ্বিতীয় দিনেও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রামের ৭৪ জন। এর আগে গত শুক্রবার প্রথমদিনে ৬৮জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সবমিলিয়ে দুইদিনে ১৪২জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ভিড় ছিল। ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের।
বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া পূর্বদেশকে বলেন, ‘দ্বিতীয় দিনেও উৎসবমুখর পরিবেশে সারাদেশের নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দুইদিনে ১৪২জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্রার্থী নিজে কিংবা তাদের সমর্থকরা নির্ধারিত নিয়ম মেনেই ফরম সংগ্রহ করেছেন।’
দলীয় সূত্র জানায়, গত দুইদিনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনজন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ১২জন, চট্টগ্রাম-৩ (স›দ্বীপ) আসনে সাতজন, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে ১২জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে সাতজন, চট্টগ্রাম-৬ (রাউজানে) দুইজন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে তিনজন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ১০জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) ১৭জন, চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনে ১১জন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আটজন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৯জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে ১৮জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ১৩জন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১০জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত দুইদিনেও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে কেউ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেনি।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে দ্বিতীয় দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেলোয়ার হোসেন, স্বাধীনতা চিকিৎসা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ.ম.ম মিনহাজুর রহমান, মো. এরশাদুল হক, মোহাম্মদ ফরিদুল ইসলাম। ষ পৃষ্ঠা ১১, কলাম ৫
ষ প্রথম পৃষ্ঠার পর
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সাবেক কারা পরিদর্শক সাইফুদ্দিন আহমেদ রবি, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মো. গালিব সাদলী।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে এ.কে.এম নাজিম উদ্দিন, আফতাব মাহমুদ, আরিফুর ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য মাহবুবুর রহমান, মো.হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান, মো. আবু সাঈদ।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে সৈয়দ মো. ইসমাইল বিপ্লব, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম শামসুজ্জামান।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্ঠা,বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাশন সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব এম এনামুল হক চৌধুরী, সংসদ সদস্য এম. আব্দুল লতিফ, নগর আওয়ামী লীগের সদস্য মো. ইলিয়াছ, উপদেষ্টা শেখ মো. ইসহাক।
চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনে নগর যুবলীগের সদস্য মহিউদ্দিন বাচ্চু, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সহ-সভাপতি শেখ মোহাম্মদ শফিউল আজম, বিজিএমইএ সহ-সভাপতি মো. মঈন উদ্দিন আহমেদ মিন্টু।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, মোহাম্মদ আবদুল লতিফ, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মো. জাহাঙ্গীর আলম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, এম.এ রশিদ, মোহাম্মদ দিদারুল আলম, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক হাসান মনসুর, শামসুুদ্দিন সিদ্দিকি, মো. রেজাউল করিম চৌধুরী।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে নওশাদ মাহমুদ চৌধুরী, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা জোবাইদা নার্গিস খান, আশেক রসুল খান, এস.এম কফিল উদ্দিন।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া-বোয়ালখালী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ইমরানুল কবির। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে স্বপন চৌধুরী, মাহবুব উর রহমান।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী, মুহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ নাছির হায়দার করিম, এড. মো. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মনজুরুল আলম চৌধুরী, মাসুদুল আলম।
চট্টগ্রাম-৪ (সীতাকুÐ) আসনে মো. হায়দার আলী চৌধুরী, বদিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, সংসদ সদস্য দিদারুল আলম, রতেœন্দু ভট্টাচার্য্য, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, মোহাম্মদ পারভেজ উদ্দীন, মোহাম্মদ ইমরান।
চট্টগ্রাম-৩ (স›দ্বীপ) আসনে পৌর মেয়র জাফর উল্লাহ, চিকিৎসক মো. জামাল উদ্দিন চৌধুরী, মো. শওকত হোসেন চৌধুরী, রিদওয়ানুল বারী, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মু. রাজিবুল আহসান।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে কাজী মোহাম্মদ তানজীবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য হোসাইন মো. আবু তৈয়ব, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ তৌহিদুল আলম, প্রকৌশলী রাজীব বড়–য়া, সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দা রাজিয়া মোস্তফা।
চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিতরণে নিয়োজিত ও আওয়ামী লীগের নির্বাচনী উপ-কমিটির সদস্য সালাউদ্দিন সাকিব পূর্বদেশকে বলেন, ‘প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয় দিনেও বিপুল সংখ্যক নেতাকর্মী রাজনৈতিক কার্যালয়ে ভিড় করেছে। তবে যারাই ফরম নিতে অপেক্ষা করেছেন সবাই ফরম পেয়েছেন।’
এদিকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়ে চমক দিয়েছেন সাবেক সিটি মেয়র ও বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ মনজুর আলম। গতকাল তাঁর পক্ষে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আওয়ামী লীগ ঘরানার নেতা হিসেবে পরিচিত মনজুর আলম বিএনপির সমর্থিত প্রার্থী হয়ে ২০১০ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। ২০১৫ সালের চসিক নির্বাচনেও বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সে নির্বাচনে পরাজিত হলে সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ বাড়িয়ে দেন। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ট্রাস্টের ব্যানারে আবারো সক্রিয় হন তিনি। কোতোয়ালী ও হাটহাজারীর দুই আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করে দলীয় ফরম সংগ্রহ করেছেন বার কাউন্সিলের সদস্য এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। এছাড়াও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. আবদুচ ছালাম কোতোয়ালী ও বোয়ালখালী-চান্দগাঁও আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031