রাজধানীর গুলশানে রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কূটনৈতিক অফিস, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, ধর্মীয় প্রতিষ্ঠান, মার্কেট-শপিংমল, রেলস্টেশন-বিমানবন্দর এবং সরকারি-বেসরকারি প্রায় এক’শ স্পর্শকাতর স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরীর বিভিন্ন প্রবেশপথে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
এছাড়া মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার ইকবাল বাহার। উর্দ্ধতন সব কর্মকর্তাকে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বাংলানিউজকে বলেন, গতকাল (শুক্রবার) রাতে গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নিরাপত্তা জোরদার করেছি। সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে রাতেই অতিরিক্ত পুলিশ মাঠে নামানো হয়েছে। আমাদের দৃষ্টিতে যেসব স্থাপনাকে নিরাপত্তা বিবেচনায় স্পর্শকাতর মনে করছি সেগুলোতে অতিরিক্ত পুলিশ দেয়া হয়েছে। প্রবেশপথেও নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।
নগর পুলিশের বিশেষ শাখার সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে নগরীতে আট’শ অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। শুক্রবার রাতে আরও আট’শ অতিরিক্ত পুলিশ মাঠে নামানো হয়েছে। নগরীতে পুলিশ মোতায়েনের পয়েন্টের সংখ্যাও বাড়ানো হয়েছে। উর্দ্ধতন কর্মকর্তাদের নেতৃত্বে একাধিক ফোর্স নগরীতে টহল দিচ্ছে।
সামগ্রিক পরিস্থিতি নিয়ে সিএমপির শীর্ষ কর্মকর্তারা জরুরি বৈঠক করেছেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে শুক্রবার (০১ জুলাই) রাতে গুলশানের হলি আর্টিজেন বেকারিতে একদল যুবক অস্ত্র ও বিস্ফোরক নিয়ে ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। সকালে কমান্ডো অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
