পানছড়িতে জেএসএস ও পিসিপি কার্যালয়ে পাল্টাপাল্টি আগুন

॥ পানছড়ি সংবাদদাতা ॥ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কলেজ গেইট এলাকায় অবস্থিত পাহাড়ি ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির কার্যালয় দুটি অগ্নিকান্ডে ভষ্মীভুত হয়েছে। এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।
গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। প্রথমে জন সংহতি সমিতির কার্যালয়ে দেখা যাওয়ার আনুমানিক মিনিট দশেক পর বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কার্যালয়েও আগুন জ্বলতে দেখে প্রত্যক্ষদর্শীরা।
এতে পিসিপি কার্যালয় সম্পুর্ন ভষ্মীভুত হয় অপরদিকে জেএসএস কার্যালয়ের ভিতরের ও উপরের অংশ ভষ্মীভুত হয়। অগ্নিকান্ডের ব্যাপারে কেউ কোন কিছু জানাতে পারেনি।
ঘটনার সাথে সাথে পানছড়ি ৩ বিজিবি অধিনায়ক, সাব জোন অধিনায়ক ও পানছড়ি থানা অফিসার ইনচার্জ ছুটে আসে ঘটনাস্থলে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবদুল কাদেরের নেতৃত্বে একদল কর্মী এসে আগুন সম্পৃর্ন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি এ ঘটনার জন্য ইউপিডিএফ ও অঙ্গসংগঠনকে দায়ী করে। অপরদিকে গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা শাখার সভাপতি রূপায়ন চাকমাজানান, তারা অগ্নিকান্ডের ঘটনা ছাড়াও সোমবার দুপুরে গণতান্ত্রিক যুব ফোরামের সাবেক দপ্তর সম্পাদক পিংকু চাকমাকে বিনাকারণে তারা মারধর করেছে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31