॥ সোহেল রানা, দীঘিনালা ॥ খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম বলেছেন, ‘পার্বত্যাঞ্চলে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এখানকার উন্নয়ন বাধাগ্রস্থ করতে কিছু দৃষ্কৃতিকারী কাজ করছে, আমরা তাদের বিপক্ষে। তাদের বাধা-বিপত্তি উপেক্ষা করেই আমাদের এগিয়ে যেতে হবে। এখানকার জীবন-মান উন্নয়নে এবং স্থানীয় উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করার লক্ষে নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া কবাখালী বাজার, বাঘাইহাট বাজার, গঙ্গারাম বাজার চালু করতে হবে। এতে করে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের সঠিক মূল পাবে, লাভবান হবে স্থানীয় পাহাড়ি-বাঙ্গালীরা। এসময় তিনি আরো বলেন, ভ্রাতৃঘাতি সংঘাত ভূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দীঘিনালা জোনে অনুষ্ঠিত মতবিনিময় জোন অধিনায়ক, লেফটেন্যান্ট কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ৫৩ নং কবাখালী মৌজার হেডম্যান দীপংকর দেওয়ান, ২নং বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, বোয়ালখালী ও দীঘিনালা বাজার চৌধুরী জেসমিন চাকমা, কবাখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. মাহবুব আলম।
এসময় অন্যদের উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ কাশেম, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা বিএনপি’র সভাপতি মোসলেম উদ্দীন, ১নং মেরুং ইউপি চেয়ারম্যান মো. রহমান কবির রতন, ৩নং কবাখালী ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, ৪নং দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জণ চাকমা, উপজেলা জনসংহতি সমিতির ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নলেজ চাকমা জ্ঞান প্রমূখ।
