লোহাগাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: লোহাগাড়ায় পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্রসহ ২ জন নিহত হয়েছে। রবিবার এ দু’টি দূর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী মোঃ রাশেদুল ইসলাম (১৭)। তিনি লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়াহেদের পাড়ার আলী আহমদের পুত্র ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। অনজন আবু তাহের (৫৭)। তিনি একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকার মৃত গোলাম বারীর পুত্র বলে জানা যায়।

সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল ৫টায় রাশেদুল ইসলাম লোহাগাড়া বটতলী হতে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন চট্টগ্রাম-কক্সবাজার সড়ক পথে। বার আউলিয়া ডিগ্রি কলেজ গেইট এলাকায় একইমুখী একটি বাস ওভারটেক করার চেষ্টা করলে সড়ক থেকে ছিটকে পড়ে যায় পাশের জমিতে। তখন সময় বিকেল ৫টা। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে নেয়া। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় প্রেরণ করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাশেদুল ইসলামের মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেছেন চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান। এ ঘটনায় তার সঙ্গী তৌহিদুল ইসলাম আহত হন বলে জানা গেছে।

অপর দিকে উপজেলার আমিরাবাদ পুরান বিওসি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে। রাত ৯টায় আবু তাহের সড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম শহরমুখী একটি মোটরসাইকেল তাকে মারাত্মকভাবে ধাক্কা দেয়। এতে তিনি ঢলে পড়েন সড়কের উপর। এ সময় বিপরীতমুখী দ্রুতগতির অপর মোটরসাইকেল তাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে আশংকাজনক অবস্থায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031