শোক সংবাদ: মুক্তিযোদ্ধা এস,এম মোরতুজা হোসেন চৌধুরী আর নেই

বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূণর্বাসন সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কার্যকরী কমিটির সভাপতি জনাব এস এম মুরতুজা হোসেন (৭০) গতকাল বিকাল  ৩ ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে বার্ধ্যক্ষজনিত রোগে মৃত্যু বরণ করেছেন ইন্না……..রাজিউন।  আজ ১৪ ডিসেম্বর ২০১৭ইং চট্টগ্রাম জমিউতুল ফাহ মসজিদে  সকাল ১০.০০ ঘটিকার সময় মরহুমের নামজে জানাযা ।নুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তাঁর স্ত্রী, ৩ (তনি) ছেলে ১ (এক) মেয়েসহ অসংখ আতী¡য়স্বজন  রেখেযান।
তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন  বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূণর্বাসন সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কার্যকরী কমিটির যথাক্রমে এনামুল হক চৌধুরী সহ সভাপতি (বীর মুক্তিযোদ্ধা), হাজী আবুল বশর সহসভাপতি  (বীর মুক্তিযোদ্ধা), শহিদুল হক সৈয়দ সহ সভাপতি  (বীর মুক্তিযোদ্ধা), হাজী আবু তাহের সাধারণ সম্পাদক, হাজী আবদুল মান্নন অর্থ সমাপদক, এম কে মোমিন শিল্প ও বানিজ্য সম্পাদক, এ্যাডভোকেট দেলোয়ার হোসেন সহ অর্থ সম্পাদক, কাজী মুরদ মাইজভান্ডরী সহযোদ্ধা বিভাগীয় কার্যকরী কমিটির সদস্য, মো ঃ হানিফ মাইজভান্ডারী সহযোদ্ধা বিভাগীয় কার্যকরী কমিটির সদস্য, মনি বেগম  বিভাগী কার্যকরী কমিটির সদস্য, মো ঃ কামাল উদ্দিন প্রচার সম্পাদক,শাহিনুর বেগম সহ প্রচার সম্পাদক, সেলিম সরোয়ার সোহেল কৃষি সম্পাদক, হাজি কবির আহমদ দপ্তর সম্পাদক প্রমুখ। নেতৃবৃন্দ প্রয়াত এ মুক্তিযোদ্ধার প্রতি গভীরভাবে শ্রদ্ধা  জ্ঞাপন ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার শান্তি কমনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031